প্রকাশিত: Thu, Nov 30, 2023 6:51 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:13 PM
১]রংপুরে মনোনয়নপত্র জমা দিলেন তৃতীয় লিঙ্গের রাণী
মোস্তাফিজার বাবলু,রংপুর: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রাণী।
[৩] বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলমের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি। [৪] এ সময় গণমাধ্যমকর্মীদের আনোয়ারা ইসলাম রাণী বলেন, রংপুর বরাবরই অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত। এখানকার মানুষদের দুঃখ দুর্দশা ঘোচাতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন এমন প্রত্যয় ব্যক্ত করে। [৫] তিনি আরও বলেন,তৃতীয় লিঙ্গের মানুষ সমাজের বোঝা নয়। পরিকল্পনা অনুযায়ী টেকসই উন্নয়ন করা সম্ভব বলে তিনি মনে করেন। এজন্য আমাদেরকেও মূল্যায়ন করতে হবে। সেই সঙ্গে আপনাদের একটি ভোটেই পরিবর্তন করতে পারবে দেশ জাতি ও সমাজ। এজন্য তিনি রংপুর - ৩ আসনের নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। [৬] এ সময় উপস্থিত ছিলেন, রাণীর মা জুলেখা বেগম, মিঠাপুকুরের সংরক্ষিত নারী সদস্য তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতু প্রমূখ।